Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

লাইসেন্স ইস্যুঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নিম্নবর্ণিত লাইসেন্স, পারমিট, পাস ইত্যাদি ইস্যু করে থাকেঃ

ক্রমিক নং

লাইসেন্স/পারমিট/পাস

ফি

সময়

মাদকদ্রব্য জাতীয় ঔষধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ লাইসেন্স।

১০,০০০ টাকা

৯০ দিন

মাদকদ্রব্য আমদানি/মাদকদ্রব্য জাতীয় ঔষধ রপ্তানির লাইসেন্স।

১০,০০০ টাকা

৯০ দিন

মাদকদ্রব্য আমদানি/মাদকদ্রব্য জাতীয় ঔষধ রপ্তানির ছাড়পত্র।

 

৩০ দিন

মাদকদ্রব্য খুচরা বিক্রিয় লাইসেন্স।

১,০০০ টাকা

৩০ দিন

মাদকদ্রব্য ব্যবহার পারমিট।

১,০০০ টাকা

৩০ দিন

মাদকদ্রব্য বহন পরিবহন পাস।

 

৩০ দিন

মদ বিক্রি/মদ্যপানের বার লাইসেন্স।

১০,০০০ টাকা

১২০ দিন

দেশী মদ মজুদ ও বিক্রয়ের লাইসেন্স

পৌর এলাকায়

অন্যান্য এলাকায়

 

১৪,০০০ টাকা

৬,০০০ টাকা

৯০ দিন

প্রিকারসর কেমিকেলস আমদানি/খুচরা বিক্রি/ব্যবহারে পারমিট

আমদানি

খুচরা বিক্রি

ব্যবহার।

 

 

১০,০০০ টাকা

১,০০০ টাকা

১,০০০ টাকা

 

 

৯০ দিন

৬০ দিন

৩০ দিন

১০

এলকোহল উৎপাদন (ডিস্টিলারী/ব্রিউয়ারী) লাইসেন্স

২,০০০ টাকা

১২০ দিন

১১

মদ্যপানের পারমিট-

বিলাতি মদ

দেশী মদ

 

২,০০০ টাকা

৮০ টাকা

 

৩০ দিন

৩০ দিন

১২

বেসরকারী মাদকাসক্তি নিরাময় বা পুনর্বাসন কেন্দ্র স্থাপনের লাইসেন্স

১০ বেড পর্যন্ত

১১-২০ বেড পর্যন্ত

২০ বেডের উর্দ্ধে

বেসরকারী মাদকাসক্তি পরামর্শ কেন্দ্র

 

 

২০,০০০ টাকা

৩০,০০০ টাকা

৫০,০০০ টাকা

১০,০০০ টাকা

৯০ দিন

১৩

বেসরকারী সংস্থা (NGO) নিবন্ধন

১,০০০ টাকা

 

ক) উপরোক্ত লাইসেন্স,পারমিট, পাস প্রাপ্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

খ) আবেদন ফরম অধিদপ্তরের সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কার্যালয় হতে বিনামূল্যে সংগ্রহ করা যাবে।

গ) অধিদপ্তরের ওয়েবসাইট www.dnc.gov.bd থেকে ফরমসমূহ Download করা যাবে।

ঘ) পূরণকৃত ফরম প্রধান কার্যালয়/সংশ্লিষ্ট উপ-আঞ্চলিক অফিসে দাখিল করা যাবে।

পূরণকৃত ও দাখিলকৃত আবেদন যাচাই-বাছাইয়ের পর সরেজমিন তদন্তক্রমে উপযুক্তার ভিত্তিতে আবেদনের বিধান অনুসারে লাইসেন্স, পারমিট, পাস ইত্যাদি ইস্যু করা হবে।

আবেদন ফরমে উল্লেখিত শর্তাবলী প্রতিপালন ও নির্ধারিত হারে লাইসেন্স ফি প্রদান করতে হবে। সকল শর্তাবলী পূরণের পরও মাদক দ্রব্যের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় লাইসেন্স,পারমিট, পাস ইত্যাদি প্রদান কর্তৃপক্ষের এখতিয়ারাধীন।

বিভিন্ন প্রকার লাইসেন্স/পারমিটের জন্য বর্তমানে বলবৎ বিধি/আইন অনুযায়ী বর্ণিত হারে ফি ট্রেজারী চালানের মাধ্যমে ১০০১ কোডে জমা দিয়ে জমার রশীদ আবেদন ফরমের সাথে দাখিল করতে হবে। নগদ অর্থ গ্রহন করা যাবে না।

 

মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানঃ

 

অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ঢাকাস্থ ৪০ শয্যার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র এবং প্রতিটি ৫ শয্যার চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী নিরাময় কেন্দ্রে মাদকাসক্তদের চিকিৎসা প্রদান করা হয়। নিরাময় কেন্দ্রসমূহে যোগাযোগের ঠিকানা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার টেলিফোন নম্বর নিম্নে উল্লেখ করা হলো-

 

ক্রমিক

নিরাময় কেন্দ্রের নাম

ঠিকানা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী

ফোন নম্বর

কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র

৮৮৩, তেজগাঁও, ঢাকা।

চীফ কনস্যালটেন্ট

০২-৯৮৮০২৬৯‌

চট্টগ্রাম মাদকাসক্তি নিরাময় কেন্দ্র

১১৫,পাঁচলাইশ আ/এ, চট্টগ্রাম।

তত্ত্বাবধায়ক

 

রাজশাহী মাদকাসক্তি নিরাময় কেন্দ্র

২৪(৬)/২, উপশহর রাজশাহী।

তত্ত্বাবধায়ক

০১৭২১-৭৬০২১৮

খুলনা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র

২,কেডিএ, এভিনিউ, ময়লাপোতা রোড, খুলনা।

তত্ত্বাবধায়ক

 

 

মাদকাসক্ত যে কোন ব্যক্তি সরকারী এ নিরাময় কেন্দ্রগুলোতের চিকিৎসা সেবা গ্রহন করতে পারেন। দরিদ্র মাদকাসক্তগণ বিনামূল্যে এবং অন্যান্য মাদকাসক্তদের স্বল্প মূল্যে আবাসিক ও অনাবাসিক চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করা হয়।

 

এতদভিন্ন অধিদপ্তরের অনুমোদিত বেসরকারী চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রসমূহ হতেও চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহন করা হয়।

 

রিসোর্স সেন্টারঃ

অধিদপ্তরের একটি রিসোর্স সেন্টার আছে। এতে মাদকদ্রব্য সংক্রান্ত দেশীয় এবং আন্তর্জাতিক প্রায় ৪০০০ প্রকাশনা রয়েছে। তাছাড়া দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মাদক সংক্রান্ত তথ্য উপাত্তর বিপুল সংখ্যক আছে। যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যক্তিগত বা গবেষণার কাজে এ রিসোর্স সেন্টার ব্যবহার করতে পারেন।